Masum Ahmad | মাসুম আহমদ
  • প্রচ্ছদ
  • সমসাময়িক
  • ধর্ম
  • রাজনীতি
  • সমাজ
  • প্রযুক্তি
  • রোজনামচা
  • মুসলিম বিশ্ব
  • ব্যক্তিত্ব
  • হ-য-র-ব-ল
  • মাতৃভূমি
Search
Home» হ-য-র-ব-ল » জামেয়া রেঙ্গায় যাচ্ছি

জামেয়া রেঙ্গায় যাচ্ছি

০
জামেয়া রেঙ্গায় যাচ্ছি

rengaঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যালয় জামেয়া তোয়াক্কুলিয়া রেঙ্গায় কখনো পড়ালেখা করিনি। কিন্তু জামেয়ার প্রতি মুহাব্বাত ছোটবেলা থেকে হৃদয়ে লালন করে আসছি। জামেয়ার মুহতারাম পরিচালক এবং কয়েকজন আসাতিযায়ে কেরামের স্নেহ মমতা ও আন্তরিকতার ছায়া আমার উপর বাল্যকাল থেকে এখনো চলমান।
আজ জামেয়ার বার্ষিক সম্মেলন। এমনিতে ওয়াজ মাহফিলে যাওয়ার তেমন সুযোগ হয় না। কিন্তু আজ রেঙ্গায় যাওয়ার মন করছে। হয়তো সত্যিই চলে যাবো। সবার দাওয়াত রইলো। ফেসবুকে প্রকাশ