Masum Ahmad | মাসুম আহমদ
  • প্রচ্ছদ
  • সমসাময়িক
  • ধর্ম
  • রাজনীতি
  • সমাজ
  • প্রযুক্তি
  • রোজনামচা
  • মুসলিম বিশ্ব
  • ব্যক্তিত্ব
  • হ-য-র-ব-ল
  • মাতৃভূমি
Search
Home» সমাজ » প্রতিশ্রুতি (২)

প্রতিশ্রুতি (২)

০
প্রতিশ্রুতি (২)

promise-1প্রতিশ্রুতি ভঙ্গ করা চরম নিন্দনীয় হওয়া সত্ত্বেও মানুষ প্রতিশ্রুতি ভঙ্গ করে। জগতের স্রষ্টা ও মালিক, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌ তায়ালা যখন সমগ্র মানবজাতিকে জিজ্ঞেস করেছিলেন, “আমি কি তোমাদের প্রতিপালক নই?” সবাই উত্তরে বলেছিলো, “হ্যা, আপনিই আমাদের প্রতিপালক।”

এই প্রতিশ্রুতির ঘটনা সূরা আরাফের ১৭২ নাম্বার আয়াতে বর্ণিত হয়েছে এভাবে যে “স্মরণ করো, তোমার প্রতিপালক আদমসন্তানের পৃষ্ঠদেশ হইতে তাহার বংশধরকে বাহির করেন এবং তাহাদের নিজেদের সম্বন্ধে স্বীকারোক্তি গ্রহণ করেন এবং বলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তারা বলে, হ্যাঁ, অবশ্যই আমরা সাক্ষী রহিলাম। ইহা এইজন্য যে, তোমরা যেন কিয়ামতের দিন না বলো, আমরা তো এ বিষয়ে গাফিল ছিলাম।” শরীয়তে মানবজাতির এই স্বীকৃতি ও প্রতিশ্রুতি “আহদে আলাসতু” হিসেবে পরিচিত। চলবে……. ফেসবুকে প্রকাশিত