Masum Ahmad | মাসুম আহমদ
  • প্রচ্ছদ
  • সমসাময়িক
  • ধর্ম
  • রাজনীতি
  • সমাজ
  • প্রযুক্তি
  • রোজনামচা
  • মুসলিম বিশ্ব
  • ব্যক্তিত্ব
  • হ-য-র-ব-ল
  • মাতৃভূমি
Search
Home» মাতৃভূমি » অস্থির সোনার বাংলা

অস্থির সোনার বাংলা

০
অস্থির সোনার বাংলা

osthir-bdআজকের দিনটি বাংলাদেশেরর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বৈশ্বিক রীতিনীতির তোয়াক্কা না করে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, তাতে একসময় ক্ষতিপূরণস্বরুপ হয়তো অনেকপথ পিছিয়ে আসতে হবে। সবাই সামনে যাবে আর আমরা আজ একে মারবো তো কাল ওর কাছে মার খাবো। কি সুন্দর দেশকে নিয়ে খেলছি। স্বাধীনতার মানে যদি হয় এই ছেলেখেলা, তবে এই স্বাধীনতাকে আমি এবং আমার মতো হাজারও বাংলাদেশী ঘৃনা করে।
বৃটিশ যন্ত্রণা দিয়েছিলো। তারা দেশের সম্পদ শোষন করেছিলো। তাদের খেদিয়ে যাদের দায়িত্ব দেয়া হয়েছিলো, তারা আরও একধাপ এগিয়ে সম্পদের পাশাপাশি ভাষা, কৃষ্টি কালচারে নজর দেয়া শুরু করে। তাদের বিদায় দিয়ে যাদের হাতে দেয়া হলো, তারা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। স্বাধীনতা সংগ্রামের পর এই দেশ প্রকৃত অর্থে কখনোই স্বাধীন হয়নি। যারাই ক্ষমতায় আসে, জনতাকে দাস মনে করে যেমন খুশী ব্যবহার করে। পূর্ববর্তী ২ ইতিহাসের কাছে এই বর্তমান নিশ্চিত লজ্জা পাবে। ফেসবুকে প্রকাশিত