সূর্য আড়াল হয়ে যখন আকাশ আঁধার করে। তীব্র রোদের বদলে তখন মিষ্টি বাতাস নড়ে। কেউ দেখে না সেই বাতাসের পাগলাটে সেই নৃত্য। সবাই তখন ব্যস্ত থাকে উদাস ছায়ায় মত্ত। হৃদয় কাঁপা আওয়াজ দিয়ে নামে যখন বৃষ্টি। অদ্ভুত একটি সুরের ছোঁয়া অপূর্ব সেই সৃষ্টি। এতো মধু সেই সুরেতে প্রকৃতি যেন হাসে। কেউ জানে না সেই সুরেরা […]
Read Moreসবাই অবহেলিত
০