ইসরাইলের জন্য জাতিসঙ্ঘ চিৎকার করে। মুসলিম নামদারী কিছু শাসকও তাদের সাথে গলা মেলায়। সবাই মিলে মানবতার তবলা বাজায়। অথচ আজ রোহিঙ্গারা মুসলিম বলে তাদের পক্ষে কথা বলার কেউ নেই।
১৯৭১-এ আমরা ছিলাম রিফিউজি। ভারত স্বার্থের জন্যই হোক কিংবা নিঃস্বার্থভাবে, আমাদের আশ্রয় দিয়েছিল। আর আজ আমরা মৃত্যুকে পালিয়ে বেড়ানো একদল অসহায় মুসলিমকে আশ্রয় দিতে অস্বীকার করছি।
মানবতার গান গাইতে আজ কেন জানি আমাদের ভালো লাগে না। আমাদের চেতনা যেন আজ সুর হারিয়ে উদ্ভ্রান্ত হয়ে গেছে। মনুষ্যত্ব আজ আর নেই। আজ আর নেই! https://www.facebook.com/masum91/posts/402414243135792?stream_ref=10