মাওলানা দেলোয়ার হুসাইন সাঈদী সাহেবের সন্তান হিসেবেই তাঁর নাম শুনেছিলাম।
এরপর একদিন ফেসবুকে তাঁর সন্ধান পাই http://www.facebook.com/rafeeqbin। তখন থেকে মাঝে মধ্যে চ্যাটে কথা হতো। সবসময়ই তাঁর আব্বুর জন্য দোয়া চাইতেন। টিভিতে বিভিন্ন প্রোগ্রাম করতেন। সেসব নিয়েও কথা হতো। ফেসবুকে পরিচয়ের পর থেকে আমি তাঁর কিছু ক্যাসেট সংগ্রহ করেছিলাম।
সিলেটে বিভিন্ন প্রোগ্রামে আসতেন। সাঈদী সাহেব জেলে যাওয়ার পর একবার আলীয়া মাদরাসা ময়দানে তাঁর আসার কথা শুনেছিলাম। নিশ্চিত হওয়ার জন্য টেক্সট দিতেই উত্তরে বললেন “Amra akhon bipodgrostho. Tai hoyto ayojokbrindo amake mahfile ashar jonno daken nai. Dakle nishchoi jetam. Apnader nikot amar abbar jonno aro doa chaite partam… … (হুবহু তুলে দিলাম)
তখন ধারণা হয়েছিল যে রাজনৈতিক অবস্থান ততোটা দৃঢ় নয়। ব্যাক্তিগতভাবে তাঁকে আমার ভালো লাগত।
আজ শুনলাম তাঁর ইন্তেকাল হয়ে গেছে। দোয়া করি, আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতবাসী করুন। June 13, 2012