মুফতি মাহমূদ রহঃ –এর সুযোগ্য সন্তান, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের আমীর, কাশ্মীর বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান, সংসদ সদস্য মাওলানা ফজলুর রহমান (দা: বাঃ) –এর উপর বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় (আজ বৃহস্পতিবার) কয়েক ঘণ্টা পূর্বে এতে আত্মঘাতী হামলা হয়েছে। “মুফতি মাহমূদ কনফারেন্স” –এ অংশ নিতে মাওলানা সেখানে গিয়েছিলেন। কনফারেন্স সমাপ্তির পরপর ফেরার পথে হামলা চালানো হয়। এতে ২ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে পুলিশ বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছে। আলহামদুলিল্লাহ্ মাওলানা পুরোপুরি সুস্থ আছেন।
হামলার পর সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, আমি আমেরিকার বিরুদ্ধে কথা বলি, আমার সমাজ ও সংস্কৃতি রক্ষার লড়াই করি বলে আমার উপর হামলা হয়েছে। আলহামদুলিল্লাহ্ আমি ভালো আছি।
বেলুচিস্তানের আইজি দাবী করেছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে মুফতি ফজলুর রহমানকে বুলেট প্রুফ গাড়ী এবং যথাযথ নিরাপত্তা দেয়া হয়েছিলো। হামলায় গাড়ির একাংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ডিআইজি বর্ণনা করেছেন, ধারনা করা হচ্ছে হামলায় প্রায় ৮ কিলো বারুদ ব্যবহার করা হয়েছে। মুফতি সাহেব গাড়ির যেই অংশে ছিলেন, হামলা সেদিকে করা হয়েছে। কিন্তু গ্লাস ভেদ করে লোহা জাতীয় পদার্থ ভিতরে প্রবেশ না করাতে তিনি রক্ষা পেয়েছেন। ইতিমধ্যে আত্মঘাতী হামলাকারীর ছিন্নভিন্ন দেহ পুলিশ উদ্ধার করেছে।
জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সাথে সম্পৃক্ত কিছু নেতাকর্মী এই হামলার জন্য ইমরান খানের তেহরিকে ইনসাফকে দায়ী করেছেন। যদিও প্রশাসন এখনো নির্দিষ্টভাবে হামলার কারণ জানাতে পারেনি। আল্লাহ তায়ালা সাহসী এই ব্যক্তিত্বকে হিফাজত করুন। ফেসবুকে প্রকাশিত