আগামী ০৯ রবিউল আউয়াল ১৪৩৭ হিজরী মোতাবেক, ২২ ডিসেম্বর ২০১৫ ঈসায়ী, রোজ মঙ্গলবার ঐতিহ্যবাহী জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ হজরত শাহজালাল রহ. সিলেট, বাংলাদেশ -এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে — তাহাফফুজে সুন্নাহ কনফারেন্স।
স্থান : দারুস সুন্নাহ ছাত্রাবাস চত্বর, ৭৩ রাজার গল্লী সিলেট।
সময় : বিকাল ৩ ঘটিকা থেকে রাত ৯ ঘটিকা।
***উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জামেয়া দরগাহ’র মুহতামিম, মুফতি আবুল কালাম যাকারিয়া হাফিজাহুল্লাহ।
আলোচনা পেশ করবেন>>>
*মাওলানা মুহিব্বুল হক সাহেব গাছবাড়ী> শায়খুল হাদীস> জামেয়া দরগাহ।
*মাওলানা মুহিউল ইসলাম বুরহান সাহেব> মুহতামিম> জামেয়া রেঙ্গা।
*হাফিয মাওলানা মুহসিন আহমদ সাহেব> মুহতামিম> জামেয়া কৌড়িয়া।
*মাওলানা হাবিবুর রহমান ফারুক সাহেব> মুহতামিম> জামেয়া মুহাম্মদিয়া বিশ্বনাথ।
মাযহাব বিষয়ক গবেষণামূলক আলোচনা পেশ করবেন>>>
*মাওলানা শেখ আব্দুল গণি সাহেব> ঢাকা।
*মাওলানা তাহমিদুল মাওলা সাহেব> হবিগঞ্জ।
*মাওলানা লুৎফুর রাহমান ফরাজি সাহেব> ঢাকা।
*মাওলানা মুফতি ইজহারুল ইসলাম কাওছারী সাহেব> ঢাকা।
*মাওলানা হাসান জামিল সাহেব> ঢাকা।
*মাওলানা আবু হাসসান রাইয়ান সাহেব> ঢাকা।
মাওলানা লুৎফুর রাহমান ক্বাসিমী সাহেব> আমেরিকা।
সঞ্চালনা>>>
মাওলানা জুনাইদ কিয়ামপুরী সাহেব। মুদাররিস> জামেয়া দরগাহ।
উক্ত মোবারক মাহফিলে আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি। ফেসবুকে প্রকাশিত