আমাদের জীবন বিভিন্ন প্রতিশ্রুতিতে আবদ্ধ। ব্যবসা-বাণিজ্য, বিয়ে, চলা-ফেরা, উঠা-বসা,এককথায় জীবনের প্রত্যেকটি মোড়েই মানুষকে অপরের সাথে প্রতিশ্রুতি’র মাধ্যমে চলতে হয়। আমাদের জীবন শুরু থেকে শেষ পর্যন্ত কোনো না কোনো প্রতিশ্রুতির সাথে সম্পৃক্ত থাকে। কিছু প্রতিশ্রুতি নিজ কর্ম আর কিছু প্রতিশ্রুতি ধর্ম, দেশ, সমাজের কারণে যুক্ত হয়।
প্রতিশ্রুতি রক্ষা করা ধর্ম, সমাজ, আইনের দৃষ্টিতে অত্যন্ত জরুরী এবং পছন্দনীয়। প্রতিশ্রুতি ভঙ্গ করার পরিণাম সম্পর্কেও আমাদের ধারণা আছে। অনেক ক্ষেত্রে প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে দেশ, সমাজ, পরিবেশ এমনকি মানুষের জীবন ব্যবস্থা পর্যন্ত ধ্বংস হয়ে যায়। তবুও মানুষ অনেক সময় প্রতিশ্রুতি ভঙ্গ করে। চলবে……. ফেসবুকে প্রকাশিত