Masum Ahmad | মাসুম আহমদ
  • প্রচ্ছদ
  • সমসাময়িক
  • ধর্ম
  • রাজনীতি
  • সমাজ
  • প্রযুক্তি
  • রোজনামচা
  • মুসলিম বিশ্ব
  • ব্যক্তিত্ব
  • হ-য-র-ব-ল
  • মাতৃভূমি
Search
Home» জাতীয় » হজে যাচ্ছেন তথ্যমন্ত্রী ও বিমানমন্ত্রী

হজে যাচ্ছেন তথ্যমন্ত্রী ও বিমানমন্ত্রী

০

বার হজে যাচ্ছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি তথমন্ত্রী হাসানুল হক ইনু এবং বেসামরিক বিমানমন্ত্রী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর হজে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া।

বেসামরিক বিমানমন্ত্রী রাশেদ খান মেননের বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা শেফায়েত ইসলাম। শেফায়েত ইসলাম বলেন, ২৬ সেপ্টেম্বর হজের শেষ ফ্লাইটে রাশেদ খান মেনন হজে যাবেন। জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া বলেন, যেকোনো সময় ইনু সাহেব হজে যাবেন। >নিউজ ভ্যালী ২৪ থেকে প্রাপ্ত।

মন্তব্য> RIP কমিউনিজম! মাও সে তুং, কালমার্কস, লেনিন অথবা স্ট্যালিন বেঁচে থাকলে জিজ্ঞাসা করা যেতো> এই মুহূর্তে আপনাদের অনুভূতি কী??? ফেসবুকে প্রকাশিত