Masum Ahmad | মাসুম আহমদ
  • প্রচ্ছদ
  • সমসাময়িক
  • ধর্ম
  • রাজনীতি
  • সমাজ
  • প্রযুক্তি
  • রোজনামচা
  • মুসলিম বিশ্ব
  • ব্যক্তিত্ব
  • হ-য-র-ব-ল
  • মাতৃভূমি
Search
Home» ব্যক্তিত্ব » কোনও মৃত্যুই আনন্দের নয়

কোনও মৃত্যুই আনন্দের নয়

০
কোনও মৃত্যুই আনন্দের নয়

saka-muzahid_7767সালাহুদ্দীন কাদের চৌধুরী এবং আলী আহসান মুজাহিদ -এর পক্ষে কথা বলা/সহমর্মিতা প্রকাশের মতো উল্লেখযোগ্য কারণ হয়তো আমার আপনার নেই। তবে এই মৃত্যুতে যারা আনন্দ প্রকাশ করছে, হাততালি দিচ্ছে, তারা কিন্তু আমার আপনার জাত শত্রু। অনলাইনে যাদের বিচরণ নেই কিংবা অল্পস্বল্প যুক্ত, কথাগুলো হয়তো তাদের বিশ্বাস হবে না। যারা ওদের চেনেন, তাদের জানা আছে, প্রচন্ড ইসলামবিদ্বেষী মুক্তমনা-গোষ্ঠীর কাছে সাকা চৌধুরী আর মুজাহিদের মুসলিম পরিচিতিই প্রথমে আসে। একেকটা মুক্তমনা যেন সাক্ষাত শয়তান। মৃত মানুষদের নিয়ে তাদের বিদ্বেষ কোনোক্রমেই সহ্য করার মতো নয়।
আমি বলছি না সাকা চৌধুরী ও মুজাহিদ নির্দোষ। পাপ করে থাকলে তাদের বিচার আল্লাহ তায়ালা করবেন। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিবেশে আমার কাছে তাদের মুসলিম পরিচয়ই বড়। আর এই প্রশ্নে আমি অন্তত তাদের মৃত্যুতে হাততালি নয়, অশ্রু ঝরাবো। ফেসবুকে প্রকাশিত