Masum Ahmad | মাসুম আহমদ
  • প্রচ্ছদ
  • সমসাময়িক
  • ধর্ম
  • রাজনীতি
  • সমাজ
  • প্রযুক্তি
  • রোজনামচা
  • মুসলিম বিশ্ব
  • ব্যক্তিত্ব
  • হ-য-র-ব-ল
  • মাতৃভূমি
Search
Home» ব্যক্তিত্ব » রক্ত চেয়ে পোস্ট ও আমার খালুর বিদায়

রক্ত চেয়ে পোস্ট ও আমার খালুর বিদায়

০

মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসুন।
আমার খালু ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে বর্তমানে সিলেট শহরে চিকিতসাধীন। এই মুহুর্তে জরূরিভিত্তিতে O-Negative রক্তের প্রয়োজন। কেউ যদি রক্ত দিয়ে সাহায্য করতে পারেন তবে অনুগ্রহপূর্বক নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করুন। 01710343472, 01711271892, 01734963099

 

সপ্তাহখানেক পূর্বে আমার খালুর জন্য রক্ত চেয়ে পোস্ট দিয়েছিলাম। সাড়াও পেয়েছিলাম আলহামদুলিল্লাহ্‌। আজ সকালে খালু এই জগতকে বিদায় জানিয়েছেন। আমায় খুব বেশি মুহাব্বাত করতেন। বিভিন্ন বিষয় তার কাছ থেকে জানতে চেষ্টা করতাম। তিনিও আগ্রহভরে আমাকে অনেক কিছু বলতেন। দেশ বিদেশের অনেক উলামায়ে কেরামের সান্নিধ্য পেয়েছিলেন। সেসব কথা দেখা হলেই শুনতে চেষ্টা করতাম। সবকিছু আল্লাহ তায়ালার ইচ্ছে। আসরের পর জামেয়া মাযাহিরুল উলূম আকুনী মাদ্রাসায় তার জানাযা অনুষ্ঠিত হলো। সকালে আমার পরীক্ষা ছিলো। ০০:১ টার সময় হল থেকে বেরিয়ে বাসায়য় এসে বাদ জোহর নাতীভাই আদিব ও ভাগনে আজমলকে নিয়ে রওয়ানা দিয়েছিলাম। ড্রাইভারের দ্রুত ড্রাইভের কারণে জানাযার আগে পৌঁছেও গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ্‌ ইতিমধ্যে সিলেটে ফিরে এসেছি।
ট্রান্সমিটার বিস্ফারণের কারনে গতকাল রাত থেকে আমাদের গলিতে বিদ্যুত নেই। এখনো আসেনি। বিকল্প সব উপায়ও ফুরিয়ে গেছে। আগামিকাল আবার পরীক্ষাও আছে। ইতিমধ্যে কিতাবাদি নিয়ে এক ভাইয়ের বাসায় হিজরত করেছি। আজ রাত সম্ভবত এখানেই কাটবে। গতরাতের অঘুমা, আজকের মন খারাপ করা সংবাদ, পরীক্ষা, দীর্ঘ জার্নি, এখনো বিদ্যুত না আসা, কালকের পরীক্ষার প্রস্তুতি শুন্য, সবমিলিয়ে সবকিছু খারাপ যাচ্ছে। দোয়া চাই। ফেসবুকে প্রকাশিত