Masum Ahmad | মাসুম আহমদ
  • প্রচ্ছদ
  • সমসাময়িক
  • ধর্ম
  • রাজনীতি
  • সমাজ
  • প্রযুক্তি
  • রোজনামচা
  • মুসলিম বিশ্ব
  • ব্যক্তিত্ব
  • হ-য-র-ব-ল
  • মাতৃভূমি
Search
Home» মুসলিম বিশ্ব » দক্ষিণ এশিয়া » আরাকান

আরাকান

০
আরাকান

ruhingyaআরাকান যতোদিন জাগ্রত ছিলো, নিরীহ রোহিঙাদের এতোটা নির্যাতন সইতে হয়নি। আজ যখন ব্যাপকহারে নির্যাতন করে রোহিঙাদের হত্যা করা হচ্ছে, সন্দেহ নেই এই নির্যাতনের দায় সেইসব মানুষদের উপর বর্তাবে যাঁদের নেতৃত্বের লোভ আর জাগতিক মোহ আরাকানকে নিস্তব্ধ করে রেখেছে। যাদের স্বার্থপরতা আর ধৈর্যধারণের নামে কাপুরুষতা এমন এমন মানুষদের হিম্মত নষ্ট করে দিয়েছে যাদের রাতের পর রাত অতিবাহিত হয়েছে গভীর অরণ্য আর আকাশচুম্বী পাহাড়ে। সময় মানুষকে ভীতু বানিয়ে দেয় কিছু মানুষ সম্পর্কে না জানলে বিশ্বাস করতাম না। ফেসবুকে প্রকাশিত