আমাদের দেশের কওমি মাদরাসার দৃশ্যমান চিত্র কল্পনা করলে প্রায় ৯৫% মাদরাসায় অপরিচ্ছন্ন একটা অবস্থা দেখা যাবে। এদিক ওদিক ময়লা ছড়িয়ে আছে। শ্রেণীকক্ষগুলোতে ছেড়া চট,কার্পেট এলোমেলো অবস্থায়; পান-খোরদের রাঙানো দেয়াল; ব্যবহারের অনুপযোগী বাথরুম; দরজার সামনে জুতোর স্তূপ; পাঁচজনের জায়গায় আট/নয় জনের বাস ইত্যাদি।
সত্যি বলতে এমন অনেক কিছুই খুঁজলে পাওয়া যাবে যা আমাদের স্বভাবের অনুপযোগী। তবুও আমরা খুশি মনে সবকিছু মেনে চলি। মন থেকে পরিবর্তন চাই তবে বিদ্রোহ করি না। পরিবর্তনকে কেউ বিলাসিতাও বলি না।
মূলত সামর্থ্যের অভাব। এছাড়া নিজেদের পুরনো কিছু অভ্যাস (যেমন যেখানে সেখানে পান খেয়ে রস,থুথু,কাগজ ফেলে দেয়া) ও এমন চিত্র নির্মাণে ভূমিকা পালন করে।
এই স্ট্যাটাসটা লেখার একমাত্র কারণ আমাদের মাদরাসার বর্তমান অবস্থা। উপরের চিত্র বদলে যেন স্বপ্নরাজ্যে আমাদের বসবাস।
আলিয়া ১ম বর্ষ থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত প্রত্যেক ক্লাসে ঝকঝকে টাইলস লাগানো মেঝে,নতুন কার্পেট,পরিচ্ছন্ন টয়লেট,পর্যাপ্ত ওযুখানা,প্রত্যেক শ্রেণির জন্য পৃথক স্পিকার,প্রতি তলায় জুতো রাখার জন্য বিশাল সেলফ,আবর্জনা ফেলার জন্য একাধিক ঝুড়ি। কওমি মাদরাসায় এতো সুন্দর ব্যবস্থাপনা স্বপ্নেরও অতীত!
বিগত সপ্তাহে মাদরাসার প্রতিষ্ঠাতা আরিফ বিল্লাহ আকবর আলী (রহঃ) এর নামে ছাত্রদের জন্য পৃথক পাঠাগারের উদ্বোধন হয়ে গেলো। ছুটির পর থেকে সন্ধ্যা পর্যন্ত ছাত্রদের জন্য উন্মুক্ত থাকে।
সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার আসরের নামাজের পর যোগ্য শিক্ষকের তত্ত্বাবধানে আগ্রহী ছাত্রদের নিয়ে বাঙলা সাহিত্য আসর,আরবি আদবের ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। ছাত্রদের উপস্থিতিও চমকে দেয়ার মতো।
এবছর ছাত্রদের কম্পিউটার প্রশিক্ষণও শুরু হয়েছে। আপাতত শুধু দাওরায়ে হাদিসের জামাত অংশ নিলেও আগামি বছর অন্যান্য শ্রেণীর ছাত্রদেরও সুযোগ মিলবে।
সবচেয়ে আনন্দের সংবাদ হচ্ছে দীর্ঘদিন নিষিদ্ধ থাকার পর আগামি বৃহস্পতিবার হতে ছাত্রদের প্রতিভা বিকাশের স্বার্থে চারটি শ্রেণীতে বিভক্ত করে একাধিক শিক্ষকের তত্ত্বাবধানে সাপ্তাহিক সভার কার্যক্রম অত্যন্ত উৎসাহের সাথে শুরু হচ্ছে।
এছাড়া তো মেধাবী ছাত্রদের মধ্যে বার্ষিক পরীক্ষার ফলাফলের উপর,এবং পুরো বছর উপস্থিত থাকার কারণেও বড় অঙ্কের বৃত্তি প্রধান তো কয়েক বছর ধরেই প্রধান করা হচ্ছে।
এমন পরিবর্তন সবজায়গাতে আসুক। পরিচ্ছন্নতা স্বভাবকে শালীন করে তুলে আর উৎসাহ প্রদান মেধা বিকাশে কার্যকর ভূমিকা পালন করে এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। অতএব এমন পরিবর্তনের জন্য আমি দোয়া করি! আপনিও একটু সময় ব্যয় করে দোয়া করুন। January 17, 2013