আমার পরিচিত ফেসবুক বন্ধুদের (যাদের জানা নেই যে, কেউ কোনো স্ট্যাটাস কিংবা ছবিতে কমেন্ট,লাইক করলে সেটা তাঁর বন্ধুদের ওয়ালে দেখা যায়) বলতে চাই! আমি পারতপক্ষে মাদরাসার সাথে সম্পর্কিত ছাড়া কাউকে ফেসবুকে বন্ধু হিসেবে গ্রহণ করি না। সুতরাং আমার আইডি পরিচ্ছন্ন থাকার কথা ছিলো। কিন্তু প্রায়ই দেখা যায় মাদরাসায় পড়ুয়া দাঁড়ি টুপি-ওয়ালা আমার ভাইয়েরা অশ্লীল ছবিতে লাইক,কমেন্ট করেন। নোংরা ইভেন্টে জয়েন করেন।
আচ্ছা আপনি যতই খারাপ হোন না কেন,চক্ষু লজ্জা বলতে একটা কথা আছে সেটা ভুলে যান কিভাবে! যদি খারাপ উদ্দেশ্যে ইন্টারনেট ব্যবহার করেই থাকেন,তবে অন্তত নিজের মাদরাসার নাম,দাঁড়ি,টুপি সহ ছবি রিমোভ করে ব্যবহার করুন। নিজের খারাপ কাজের জন্য কেন আপনার প্রতিষ্ঠানকে লজ্জা দিবেন? আপনার কোনো অধিকার নেই দাঁড়ি টুপিকে অপমান করার,নিজের উপাধির অপব্যবহার করার! আপনাকে কেউ এই অধিকার দেয়নি। হিদায়তের দোয়া ছাড়া আপনাকে দেয়ার মতো আর কিছু আমার কাছে নেই। January 11, 2013