যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আমার কোনো আগ্রহ নেই। যদিও দেশপ্রেমের চাইতে ব্যক্তিগত শত্রুতাই সরকারকে বিচারে আগ্রহি করেছে বলে আমার ধারনা। এই নিয়ে সম্ভবত একটা স্ট্যাটাস ও দেইনি।
তবে আজ দিলাম। আজকে সংরাম পত্রিকার অনলাইন এডিশনে দেখলাম মসজিদুল হারামের ইমামগণ নাকি বিচার বন্ধের দাবীতে মানব বন্ধন করেছেন।
এই ভুয়া সংবাদ প্রচারের মাধ্যমে কি ইমামগনকে অপমান করা হলো না! শেখ সুদাইস দেওবন্দি ধ্যান ধারনায় বিশ্বাসি। তিনি কেনো মউদুদি সাহেবের তল্পি বাহকদের রক্ষার জন্য মানব বন্ধন করতে যাবেন? তারা তো তুর্কিদের মতো মুর্খ নন। সমগ্র বিশ্বের মুসলমানগন যাদের দিকে চেয়ে থাকেন,তারা কিনা এমন হাস্যকর কাজ করবেন!
শেখ সুদাইস (দা: বা:) কে দিয়ে লন্ডন মুসলিম সেন্টার উদ্ভোধন করিয়েছিলো। আজ সেটাকেও প্রমাণ বানিয়ে উপস্থাপন করলো। এসব সাংবাদিকদের কমন সেন্স বলতে কি কিছু নেই! যা ইচ্ছে হলো লিখে দিলো। January 7, 2013