(১)
শ্রদ্ধাভাজন জহির উদ্দিন বাবর ভাইয়ের স্ট্যাটাস থেকে জানতে পারলাম, মুফতি ফজলুল হক আমিনী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জাতির অন্যতম বীর আজ নেই ভাবতে গিয়ে অবাক লাগছে! আমি বিশ্বাস করতাম, তাঁর মতো সাহসী রাজনীতিবিদ আমাদের জন্য আদর্শ। কোন সন্দেহ নেই সীমিত পরিসরে বসবাস করে সুলতান টিপুর আদর্শ মুফতি আমিনী ধারন করেছিলেন। আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমীন।
(২)
ফতোয়া বিরোধি আইন নিয়ে এখন কে কথা বলবে? নারী উন্নয়ন নীতিমালার বিরুদ্ধে কে গর্জে ওঠবে? শায়খুল হাদীস (রাহঃ) এর ইন্তেকালের শোক কাটিয়ে উঠার আগেই মুফতি আমিনী আমাদের ছেড়ে চলে গেলেন। আমরা কি এখন সাগরে নিমজ্জিত সাতার না জানা এক জাতিতে পরিণত হইনি!
(৩)
মুফতি আমিনী (রহঃ) এর মৃত্যুতে নাস্তিকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। তাদের সাথে কিছু আওয়ামী আর আহলে হাদিস সমর্থকও যোগ দিয়েছে।
এদের মধ্যে কি মানবতা বলতে কিছু নেই! মৃত মানুষকে নিয়ে উপহাস করে এরা কেবল নিজেদের কুৎসিত মানসিকতার পরিচয়কে স্পষ্ট করছে।
একজন স্ট্যাটাসে লিখেছে “আমিনীর মতো লোকগুলো তাদের স্বজাতির সাধারণ আবেগকে কখনো নিজেদের বুকে ধারণ করতে পারেননি।’’ এর উত্তরে একজন “তিনি মুসলিমদের নিজের স্বজাতি ভাবতেন। এবং তার স্বজাতির আবেগ তিনি ভালভাবেই ধারন করতে পেরেছিলেন”। বললেন। কিন্তু কতোজনের লেখায় এভাবে প্রতিবাদ হবে!