একজন মানুষের মন রক্ষা করা একটি আকবরী হজ্জের সমতুল্য।
এক হাজার কাবা গৃহ থেকে একজন মানুষের অন্তর শ্রেষ্ট।
কেননা কাবা গৃহ নির্মাণ করেছেন হযরত ইব্রাহীম আঃ।
আর মানুষের অন্তর বানিয়েছেন খোদ দয়ালু রহমান।
ফার্সি থেকে অনুবাদকৃত এই শে’রটি আমার এক শিক্ষকের কাছে অনেক আগে শুনেছিলাম। ফার্সি শব্দগুলো পুরোপুরি মনে নেই। তবে নোটবুকে লেখা আছে।
কেন জানি কথাগুলো আমাকে সবসময় ভাবনায় ফেলে রাখে? যদি বাস্তব হয়েই থাকে,তবে মানুষ মুহূর্তের মধ্যে কথার পরিবর্তন কিভাবে করে? কিভাবে অন্যের আবেগ নিয়ে খেলা করে। কিভাবে এতো সহজে অপরকে হাসির পাত্রে পরিনত করে?
আমার পরিচিত কারো যদি এমন অভ্যাস থেকে থাকে, তার উপর থুথু ফেলারও ইচ্ছে নেই। হয়তো বলতে পারি : নিজের পথে থাক। আমার পথে দয়া করে এসো না। আমি তোমার কাছ থেকে মুক্তি চাই। কিংবা কিছুই না বলে নিজের পথ খুজে নেব।
*অনুবাদ শাব্দিক বলে আমি দাবী করতে পারব না। তবে ভাবটুকু ঠিক আছে এটুকু নির্দ্বিধায় বলতে পারি।