২/৩ রুম নিয়ে দাওরায়ে হাদীস পর্যন্ত মাদরাসা খোলার প্রবণতা মাদরাসা শিক্ষাকে অনেকদূর পিছিয়ে দেবে। যোগ্য শিক্ষকদের অভাবে অধিকাংশ মাদরাসায় নামে মাত্র পড়াশুনা চলছে। এমতাবস্থায় প্রতিবছর পরিকল্পনা-বিহীন নতুন নতুন নাম সর্বস্ব মাদরাসা ভবিষ্যতের জন্য অশনি সংকেত।
মাদরাসা শিক্ষার মূল উদ্দেশ্য দ্বীনকে সঠিকভাবে সংরক্ষণ এবং আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন। মক্তবে পড়িয়ে যদি দ্বীনের খিদমাত করা সম্ভব হয় তবে দাওরায় পড়িয়ে দ্বীনকে তুচ্ছ বানানো হচ্ছে কিনা একবার হলেও ভাবা উচিৎ নয় কি?
অধিকাংশ মাদরাসার তাকমীল ফিল হাদীসে মাত্র ৩/৪ জন করে ছাত্র পড়ে। একমত না হলে সারাদেশে ভ্রমণ করে দেখতে পারেন। প্রমাণ পেয়ে যাবেন।
প্রাথমিক এবং মাধ্যমিক শ্রেণীগুলোর পড়া-শুনা যাতে ভালো হয় সেই চেষ্টা করা দাওরায়ে হাদীস পর্যন্ত মাদরাসা খোলার চেয়ে অধিক জরুরি।
*কেউ ইচ্ছে হলে আমার কথা শুনে গালি দিতে পারেন। তবে আমি যেটা বিশ্বাস করি সেটাই বললাম।