ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন. ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন. ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন. যুগের আলোচিত বক্তা, মুবাল্লিগে ইসলাম হযরত মাওলানা শাহ সায়্যিদ আবদুল মাজীদ নাদিম শাহ সাহেব আজ ভোরে ইন্তেকাল করেছেন।
যুগের আলোচিত বক্তা, মুবাল্লিগে ইসলাম মাওলানা সায়্যিদ আব্দুল মাজীদ নাদীম শাহ সাহেব ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। অবশেষে এই রোগে ভোগেই তিনি এই পৃথিবীকে বিদায় জানিয়েছেন। মরহুমের ছেলে মুফতি সায়্যিদ ফয়সল নাদীম শাহ বলেন, (৪ ডিসেম্বর বুধবার) সকাল ০৮:০০ ঘটিকার দিকে নাস্তা শেষে ডাক্তারের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে ঘর থেকে বের হতেই আচমকা তাঁর শরীর খারাপ হতে শুরু করে। তৎক্ষণাৎ তাঁকে পাঞ্জাব ইন্সটিটিউট অব কার্ডিওলজিতে নিয়ে যাওয়া হলেও পথিমধ্যেই তিনি ইহজগতকে ত্যাগ করে মহান স্রষ্টার সাথে মিলিত হন।
তিনি দেওবন্দী চিন্তা-চেতনার ভাষ্যকার ছিলেন। রাজনৈতিকভাবে আজীবন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সাথে সম্পৃক্ত ছিলেন। কাঈদে মিল্লাতে ইসলামিয়া মুফতি ফজলুর রহমান হাফিজাহুল্লা’র ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনি তাঁর বক্তব্যের দ্বারা লাখো মানুষকে প্রভাবিত করেছেন। (সূত্র> উর্দু পয়েন্ট ডট কম) ফেসবুকে প্রকাশিত