যে পঙ্গু মানুষটার হাত ধরে যাত্রা শুরু হয়েছিল হামাসের, হুইল চেয়ারে বসে বসেই যিনি ছক একেছিলেন মুক্ত বায়তুল মুকাদ্দাসে নামাজ আদায় করার। হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিন> যিনি মূলত ছিলেন তৎকালীন ইখওয়ানুল মুসলিমীনের ফিলিস্তিন শাখার নেতা। ইসরাইল এই মানুষটাকে ২০০৪ সালে হেলিকপ্টার গানশিপ থেকে ক্ষেপনাস্ত্র মেরে শহীদ করে দিয়েছিলো। ফেসবুকে প্রকাশিত