আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশের সাধারণ সম্পাদক, সিলেটের কয়েকটি মাদরাসার শায়খুল হাদীস, প্রবীণ আলেমে দ্বীন, মাওলানা আব্দুল বাছিত বরকতপুরী (দামাত বারাকাতুহুম) গুরুতর অসুস্থ হয়ে সিলেট নগরীর ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আত্মীয়তা, পারিবারিক সম্পর্ক –সহ বিভিন্ন কারণে অনেক কাছ থেকে হযরতকে দেখেছি। একজন বিরল মানুষ বলা যায়। যারা হুজুরকে চিনেন, আলাদাভাবে তাঁদের কাছে হুজুরের পরিচয় দেয়ার প্রয়োজন নেই।
তালুকদার মাহবুব ভাই ফেসবুকে হযরত সম্পর্কে লিখেছেন “আমার দেখা সবচে’ অগ্রসর চিন্তার অধিকারী, সবচে’ পরিচ্ছন্ন ও সমাজ সচেতন একজন প্রাজ্ঞ আলেমে দ্বীন|” আমার ধারণা, মাহবুব ভাইয়ের এই কথায় কারও দ্বিমত পোষণ করার সুযোগ নেই।
আসুন দোয়া করি, আল্লাহ তায়ালা তাঁকে শিফায়ে আজিলা কামিলা দান করুন। আমীন। ফেসবুকে প্রকাশিত