Masum Ahmad | মাসুম আহমদ
  • প্রচ্ছদ
  • সমসাময়িক
  • ধর্ম
  • রাজনীতি
  • সমাজ
  • প্রযুক্তি
  • রোজনামচা
  • মুসলিম বিশ্ব
  • ব্যক্তিত্ব
  • হ-য-র-ব-ল
  • মাতৃভূমি
Search
Home» ভাবনা » “ব্যর্থতা মানেই পরাজয় নয়” প্রবন্ধের খণ্ডিত অংশ…….

“ব্যর্থতা মানেই পরাজয় নয়” প্রবন্ধের খণ্ডিত অংশ…….

০
“ব্যর্থতা মানেই পরাজয় নয়” প্রবন্ধের খণ্ডিত অংশ…….

succesকোনো কাজের কল্পনা’র সাথে কাজ সম্পন্ন করার বিশাল পার্থক্য। মানুষ কল্পনায় হিমালয়ে চড়তে পারে, মহাকাশে ঘুরতে পারে। বাস্তবে ১ কি: মিঃ দূরত্বে যাওয়া অনেক সময় কঠিন হয়ে ওঠে।

যতোদিন কল্পনার সাথে বাস্তবের পার্থক্য দূর করা সম্ভব হয় না, ততোদিন তৃপ্তি অর্জিত হয় না। আমি যখন নিজের ক্ষমতাকে জেনে বুঝে কোনো কাজ শুরু করবো, নির্দিষ্ট সীমা পর্যন্ত পৌঁছে অন্তত ব্যর্থতার দায়ে নিজেকে দায়ী করবো না। কিন্তু অসীম কল্পনাকে পুঁজি করে এগুতে গেলেই বিপদ। সীমাহীন কল্পনার পাঁশে সীমিত সক্ষমতা যখন হোঁচট খাবে, ব্যর্থতার দায়ে নিজেকে দায়ী করা ছাড়া উপায় থাকবে না।

মানুষ সমাজের অংশ। সমাজকে ঘিরে মানুষের বসবাস। প্রতিটি মানুষ নির্ধারিত যোগ্যতা নিয়ে বসবাস করে। সব ধরণের কাজে সাফল্যের পাশাপাশি ব্যর্থতা’রও সম্ভাবনা থাকে। ব্যর্থতা মানে থমকে যাওয়া নয়, সীমাবদ্ধতা মানে আবদ্ধ থাকা নয়, এই বোধটুকু সবার থাকা উচিৎ। সাফল্য যোগ্যতার নিদর্শন হলে ব্যর্থতাও ভবিষ্যতের অনুপ্রেরণা। ফেসবুকে প্রকাশিত